The Primary Head Teachers Include 1313 Person. 1313 assistant teachers have promoted to the headmaster of the government primary school. There are senior assistant teachers working in different schools in Bogra, Tangail, and Sunamganj. The Ministry of Primary and Mass Education has issued three related orders on Tuesday.
Under the primary education department, 295 in 12 upazilas of Bogra, 515 of 11 upazilas of Tangail and 503 teachers of 11 upazilas of Sunamganj placed in the vacant posts of the head teachers in the current charge. Promotional teachers have instructed to join the new work within the next one week.
The Primary Head Teachers Include 1313 Person
Additional Secretary of the Ministry of Primary and Mass Education. AFM Manzoor Kadir told Jago News that they were promoted on the basis of seniority. On Tuesday, three orders have issued separately.
He also said that the promotion of Senior Assistant teachers is an ongoing process of posting vacant to the head teacher. Meanwhile, this order was issued in 23 districts. After getting a list of teachers’ grades from other districts, after the scrutiny, the promotion will promote in the vacant post of the headteacher.
সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক হলেন ১৩১৩ জন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ১৩১৩ সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। এ তালিকায় বগুড়া, টাঙ্গাইল ও সুনামগঞ্জের বিভিন্ন স্কুলে কর্মরত জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা রয়েছেন।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন বগুড়ার ১২ উপজেলায় ২৯৫, টাঙ্গাইলের ১১ উপজেলার ৫১৫ এবং সুনামগঞ্জের ১১ উপজেলার ৫০৩ শিক্ষককে চলতি দায়িত্বে প্রধান শিক্ষকের শূন্যপদে বসানো হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির জাগো নিউজকে বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত আলাদাভবে তিনটি আদেশ জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষকের শূন্যপদে পদায়ন একটি চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে ২৩ জেলার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অন্যান্য জেলা থেকে শিক্ষকদের গ্রেডেশনের তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই শেষে প্রধান শিক্ষকের শূন্যপদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হবে। সূত্রঃ জাগোনিউজ২৪
Dailyjobsbd Details Info
We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private Company in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get the job easily. DU job related to any information learn more find official website use. Stay turn our website dailyjobsbd.com for getting more new jobs circular. Thanks all for visiting our site.
Leave a Reply