HSC Result 2018 Published Date. Higher Secondary Certificate (HSC) and equivalent exam results may be published in the last week of July. Interdisciplinary and Dhaka Education Board’s test controller Tapan Kumar Sarkar told Jago News on Sunday that the results of HSC and equivalent examinations will publish in late July. Work is under progress in the next 60 days after the end of the test. According to the rules, the results will publish between July 28 and July 31.
The test controller said the date of publication of HSC and equivalent exam results will decide in the meeting of the next Intermediate Board. The meeting called at the end of this month. However, during the time given, the decision made in principle by all the board chairmen.
HSC Result 2018 Published Date
This year, 13 lakh 11 thousand 457 examinees took part in HSC and equivalent examinations, which is more than 1 lakh 27 thousand 771 more than last year. The increase in the number of examinees is 10.78 percent.
Now, in this exam, the first 25 minutes before the question-sets through the lottery in a number of questions on a central basis, all the boards are tested on common questions. Initially, many M.C.C. parts and post-sectional sections examined. During the 30-minute multidisciplinary test, there was a 30-minute and 70-hour creative test of two and a half hours. The written test ends on May 13 On May 14, the practical test began and ended on 23 May.
এইচএসসি-সমমানের ফল জুলাই মাসে
ফাইল ছবি
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার রোববার জাগো নিউজকে বলেন, আগামী জুলাই মাসের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষা শেষের পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। নিয়ম অনুযায়ী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পরবর্তী আন্তঃশিক্ষা বোর্ডের সম্বন্বয় সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। চলতি মাসের শেষের দিকে ওই সভা ডাকা হয়েছে। তবে উল্লিখিত সময়ে ফল প্রকাশে সব বোর্ড চেয়ারম্যানদের মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
চলতি বছর, এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি। পরীক্ষার্থীর এই সংখ্যা বৃদ্ধির হার ১০ দশমিক ৭৯ শতাংশ।
এবার এ পরীক্ষায়ই প্রথম ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে একাধিক প্রশ্নের মধ্যে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়। শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হয়। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ছিল। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়। সূত্রঃ জাগো নিউজ
Dailyjobsbd Details Info
We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private Company in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get the job easily. DU job related to any information learn more find official website use. Stay turn our website dailyjobsbd.com for getting more new jobs circular. Thanks all for visiting our site.
Leave a Reply