Cancellation of Teacher Registration Test. The Parliamentary Standing Committee on Public Administration Ministry recommended the appointment of teachers through the local managing committee, canceling the recruitment process of the teachers through centralized registration and certification authority (NTRCA). The committee said that there is a scope for irregularities in the appointment of teachers through NTTRA.
The centralized teacher recruitment system introduced through the NTRCA to prevent local irregularities in the recruitment of local management committees. The parliamentary committee has also suggested canceling the oral test in the appointment of teachers through registration.
Cancellation of Teacher Registration Test
The Parliamentary Committee has advised the government to recommend the establishment of school-college considering the number of educational institutions, number of educational institutions and number of educational institutions in the field of MPO.
The parliamentary committee has recommended that the age of entry into government service is 35 years and the age of retirement is 65 years. The committee asked the Public Administration Ministry to take necessary measures. This recommendation made at a meeting of the Standing Committee of Parliament on the Ministry of Public Administration held on Wednesday. This information is given in a press release of the Parliament Secretariat. Although there are demands from different quarters to increase the age limit for government service, the Ministry of Public Administration has said that the government has no initiative in this regard. The Prime Minister also earlier rejected the demand for increasing the age limit of the job post-question in Parliament.
Chaired by President HN Ashikur Rahman, the meeting was attended by members ABM Fazle Karim Chowdhury, Mostafa Lutfullah, RAW Ubaidul Moktadir Chowdhury, Md. Abdullah, Khorshed Ara Haque took part in the meeting.
বাতিল হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা!
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ পদ্ধতি বাতিল করে স্থানীয়ভাবে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি বলেছে, এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ হলে দীর্ঘসূত্রতা ও অনিয়মের সুযোগ থাকে।
স্থানীয়ভাবে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে তা এড়াতে এনটিআরসিএ’র মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ পদ্ধতি প্রবর্তন করা হয়। নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বাতিলের সুপারিশও করেছে সংসদীয় কমিটি।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে উপজেলার আকার, ইউনিয়ন সংখ্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বিবেচনা করে স্কুল-কলেজ সরকারিকরণের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬৫ বছর করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ বিষয়ে সরকারের কোনও উদ্যোগ নেই। প্রধানমন্ত্রীও এর আগে সংসদের প্রশ্নোত্তরে চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি নাকচ করে দিয়েছেন।
সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, মুস্তফা লুৎফুল্লাহ, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, মো. আব্দুল্লাহ, খোরশেদ আরা হক বৈঠকে অংশ নেন। সূত্রঃ বাংলাদেশ জার্নাল।
Dailyjobsbd Details Info
We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private Company in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get the job easily. We trust that our distributing data helps the activity searchers who are finding a superior employment. Our likewise share slanting assets for learner uniquely who is re-expanding their insight. Our principal target turns into a trusty occupations round site in Bangladesh by distributing a genuine refresh that enables the joblessness to individuals. All the jobs on this website are not for the unemployed people but also employed people too. All type of suggestions, question solutions of the different competitive exam are available here. Please stay turn with my website Dailyjobsbd.com can be for new govt job circular. Thank you for visiting my website.
Leave a Reply